করোনা নিয়ে রাজনীতির সময় নয় এটা: মোদিকে মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০০ পিএম, ১১ মে ২০২০

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম দফায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এই বৈঠকে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে রাজনীতি এবং বিভিন্ন রাজ্যের প্রতি বৈষম্যের অভিযোগ করেন।

কেন্দ্রীয় সরকার নির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছে উল্লেখ করে মোদিকে মমতা বলেন, এটা রাজনৈতিক খেলার সময় নয়। কেউ আমাদের মতামত জানতে চায় না...ফেডারেল সরকারের কাঠামো গুঁড়িয়ে দেবেন না।

দেশটির দ্বিতীয় ধাপের চলমান লকডাউন প্রত্যাহার, অভিবাসী ইস্যু এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির এই ভিডিও কনফারেন্সে আলোচনা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

ভিডিও কনফারেন্সে মোদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমরা যখন আপনাকে সহযোগিতা করছি, তখন আপনি কেন আমাদের আক্রামণ করছেন? সবসময়ই এটা কেন বাংলা, বাংলা, বাংলার সঙ্গেই? কেন সমালোচনা করেন?

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিবাদ চলছে। গত মার্চে লকডাউন লঙ্ঘনের অভিযোগ পাওয়ার কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ সফর করে ফিরে যাওয়ার পর থেকে এই বিবাদ দেখা দেয়।

পরে মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী মোদির কাছে কড়া ভাষায় একটি চিঠি লেখেন। এই চিঠিতে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের রাজ্য সফরের ব্যাপারে তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

মমতা প্রশ্ন তোলেন, কেন তার রাজ্যের পরিস্থিতি কেন্দ্রীয় টিম মূল্যায়ন করবে? করোনাভাইরাসের লড়াইয়ে ব্যস্ত বিভিন্ন রাজ্যের সঙ্গে কেন্দ্র রাজনীতি করছে বলে অভিযোগ করেন তৃণমূলের এই নেত্রী।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।