করোনায় স্বস্তি, সুস্থ হয়ে উঠেছে ১৬ লাখের বেশি মানুষ
বর্তমান বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। ইতোমধ্যেই কয়েক লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। তবে এর মধ্যে আশার কথা হচ্ছে, বহু মানুষ করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছ।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৪২ হাজার ৮৪৯ জন। অপরদিকে মারা গেছে ২ লাখ ৯২ হাজার ৮৯৯ জন। তবে ইতোমধ্যেই প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৬ লাখ ২ হাজার ৭১৬ জন।
এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন। তবে এর মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন।
এদিকে স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৫২০। তবে দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৮০ হাজার ৪৭০ জন।
রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন। দেশটি সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৩ হাজার ৫১২।
ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ২১ হাজার ২১৬। তবে দেশটিতে ১ লাখ ৯ হাজার ৩৯ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ২২৫ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ৫৭ হাজার ৭৮৫ জন।
এদিকে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২১৪। তবে ৭২ হাজার ৫৯৭ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।
জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭১ জন। দেশটির অধিকাংশ করোনা রোগীই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে। সেখানে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৪৭ হাজার ২শ জন।
এদিকে, তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৪৭৫ জন এবং সুস্থ হয়েছে ৯৮ হাজার ৮৮৯ জন। অপরদিকে, ইরানে আক্রান্ত ১ লাখ ১০ হাজার ৭৬৭ এবং সুস্থ ৮৮ হাজার ৩৭।
করোনার উৎপত্তিস্থল চীনে বেশিরভাগ মানুষই সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯২৬ জন। তবে সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ১৮৯ জন।
টিটিএন/জেআইএম