দ্বিতীয় দফায় বেলজিয়ামে লকডাউন শিথিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৩ মে ২০২০

আগামী সোমবার থেকে দ্বিতীয় দফায় লকডাউন শিথিল করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়ামের জাতীয় নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনার আওতায় দেশটিতে কড়া লকডাউনের আওতায় থাকা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আংশিকভাবে খুলে দেওয়া হবে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আরোপিত বিধিনিষেধ শিথিল হচ্ছে শুধু কিছু বর্ষের শিক্ষার্থীদের জন্য। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুললেও নার্সারি স্কুলগুলো আপাতত খুলে দেওয়া হচ্ছে না।

আগামী ১৮ মে থেকে দেশের জাদুঘরগুলোও খুলে দেওয়া হবে। তবে টিকিট বিক্রি করতে হবে অনলাইনে। এছাড়া সামাজিক দূরত্ব রক্ষা, স্বাস্থ্যবিধি মেনে চলা ও মানুষের ভীড় কমাতে পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যের আয়োজনও করা যাবে, তবে এসব আয়োজনে ৩০ জনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করা হয়েছে। আর এসব আয়োজনে যোগ দেওয়া মানুষকে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। বিয়ের পর আবার রিসিপশনের আয়োজন করা যাবে না।

স্থানীয় কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে একটি মার্কেটে সর্বোচ্চ ৫০ জন ব্যবসায়ী তাদের দোকান খুলতে পারবেন। বিক্রেতাদের জন্য মাস্ক বাধ্যতামূলক ও ক্রেতাদেরকে মাস্ক পরার নির্দেশনা দেওয়া হবে। কোথাও বের হতে হলে সামাজিক দূরত্ব বিধি মানা ছাড়াও থাকতে হবে ‘ট্র্যাফিক সিস্টেমের’ মধ্যে।

প্রশিক্ষকের উপস্থিতিতে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র ও স্পোর্টস ক্লাবগুলোও খোলার অনুমতি দেওয়া হয়েছে, তবে একসঙ্গে ২০ জনের বেশি সমবেত হতে পারবে না। উল্লেখ্য, করোনায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যৎতম বেলজিয়াম। সেখানে আক্রান্ত ৫৪ হাজারের মধ্যে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।