৩ বার করোনা টেস্ট করিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১৪ মে ২০২০

ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো তিনবার করোনাভাইরাসের টেস্ট করিয়েছেন। তবে তিনবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

বুধবার বিকেলে জনগণের উদ্দেশে তার করোনা নেগেটিভের বিষয়টি প্রকাশ করা হয়। দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি রিচার্ডো লিওয়ানদোসকি প্রেসিডেন্টের করোনা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন।

গত মাসের ১২ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে এসব পরীক্ষা হয়েছে। তার কিছুদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

ওই বৈঠকের পরপরই ব্রাজিলের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের বেশ কয়েকজনের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে উদ্বেগ দেখা দেয়।

এ কারণেই তার দেহে করোনার উপস্থিতি আছে কিনা তা জানতে বেশ কয়েকবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

আদালত থেকে বেশ কয়েকবার নির্দেশনা জারির পরেও জনসম্মুখে নিজের করোনা পরীক্ষার বিষয়ে তথ্য দিতে রাজি ছিলেন না বোলসোনারো।

এর আগে দেশটির এসতাদো দে এস. পাওলো পত্রিকা তাকে করোনা টেস্টের অনুরোধ করে। পরবর্তীতে আদালত থেকেও নির্দেশনা আসে। তবে করোনা পরীক্ষার ফলাফল বোলসোনারো নিজেই সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তর করেছেন বলে জানানো হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।