করোনায় মৃত্যুতে স্পেনকে ছাড়াল ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ এএম, ১৫ মে ২০২০

মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে ইউরোপের দেশ ফ্রান্সে গত একদিনে আরও সাড়ে তিন শতাধিক মানুষ মারা গেছে। গতকালের চেয়ে দেশটিতে আজ করোনায় মৃতের সংখ্যা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। আর এর মধ্য দিয়ে করোনায় মৃত্যুতে প্রতিবেশী স্পেনকে ছাড়িয়ে গেল ফ্রান্স।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে ফ্রান্সে করোনায় মুত্যুর সংখ্যা এখন ২৭ হাজার ৪২৫। গতকালের চেয়ে যা ১ দশমিক ৩ শতাংশ বেশি। এদিকে মহামারির এই ভাইরাসের সংক্রমণে স্পেনে করোনায় মৃতের সংখ্যা এখন ২৭ হজার ৩২১। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৭ জন কোভিড-১৯ রোগী মারা গেছে।

এর আগে গত মঙ্গলবার করোনায় মৃত্যুতে স্পেনকে ছাড়িয়ে যায় ফ্রান্স। কিন্তু গতকাল বুধবার স্পেনে মৃতের সংখ্যা বেশি হওয়ায় ফ্রান্স তালিকায় স্পেনের নিচে আসে। আজ আরও ৩৫১ জনের মৃত্যুর স্পেনকে টপকালো ফ্রান্স। তবে ইউরোপে করোনায় মৃত্যুতে সবার উপরে রয়েছে যুক্তরাজ্য। এই তালিকায় পরের স্থানটি ইতালির।

করোনায় এখন পর্যন্ত সর্বাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে; ৮৬ হাজার ২৬৬ জন। এরপর যুক্তরাজ্যে মারা গেছে ৩৩ হাজারের বেশি মানুষ। এছাড়া ৩১ হাজার ৩৬৮ জনের মৃত্যু নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইতালি। আর ইতালিরে পরই ফ্রান্স ও স্পেন। ইউরোপ মহাদেশের করোনায় মৃত্যু সবচেয়ে বেশি।

এদিকে বিশ্বে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। চীনে প্রাদুর্ভাবের ৯০ দিন পর গত ১০ এপ্রিল কোভিড-১৯ মহামারীতে বিশ্বে মৃতের সংখ্যা লক্ষ ছুঁয়েছিল। গত ৪ এপ্রিল এই সংখ্যাটা ছিল আড়াই লাখের বেশি। আর আজ বৃহস্পতিবার অর্থাৎ ১০ দিন পর তা ৩ লাখ ছাড়াল।

তবে এপ্রিলে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা যতটা ছিল এখন তার প্রকোপ কিছুটা কমেছে। পরিস্থিতি যাইহোক দেশের অর্থনীতি পুনরায় চালুর জন্য তোড়জোর চালাচ্ছেন বিশ্বের প্রায় সব দেশের নেতারা। ইউরোপের অনেকে দেশে লকডাউন শিথিল হয়েছে। জরুরি অবস্থা প্রত্যাহার করেছে জাপান। ভারতেও লকডাউনের রুপ বদলাচ্ছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।