করোনা : অনেক শিশুর শরীরে বিপজ্জনক উপসর্গ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৫ মে ২০২০

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কিছু শিশু বিরল এক প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছে যার সঙ্গে করোনাভাইরাসের যোগ রয়েছে। এটা খুবই বিরল একটি রোগ যার নাম কাওয়াসাকি ডিজিজ শক সিনড্রম।

মুষ্টিমেয় কিছু শিশুর ক্ষেত্রে এটা নানা ধরনের জটিলতা সৃষ্টি করেছে এবং কাউকে কাউকে নিবিড় পরিচর্যায় রাখতে হয়েছে।

জানা গেছে, ইউরোপের অন্যান্য দেশের শিশুদের মধ্যেও এ ধরনের উপসর্গ দেখা গেছে। ভাইরাস আক্রমণের পর একটু দেরি করে শরীরের প্রতিরোধক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠার কারণে সম্ভবত এ উপসর্গ দেখা গেছে। শরীরে আকস্মিক একটা আক্রমণের প্রতিক্রিয়ায় এ উপসর্গ।

এপ্রিলে ব্রিটিশ চিকিৎসকদের সতর্ক করে দেয়া হয়েছিল যে শিশুদের মধ্যে বিরল ও বিপজ্জনক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এরপর লন্ডনে আটজন শিশু অসুস্থ হয় যাদের মধ্যে ১৪ বছর বয়স্ক একজন মারাও যায়।

এ শিশুরা সবাই একই ধরনের উপসর্গ নিয়ে লন্ডনের এভেলিনা লন্ডন চিলড্রেনস হাসপাতালে ভর্তি হয়। এদের সকলেরই খুব বেশি জ্বর, র‌্যাশ, লাল চোখ, শরীর ফুলে যাওয়া এবং ব্যথার উপসর্গ ছিল।

এদের বেশিরভাগেরই কারোনা ফুসফুস বা শ্বাসপ্রশ্বাসের সমস্যা ছিল না। তারপরেও এদের মধ্যে সাতজনকে ভেন্টিলেটরে দেয়া হয় তাদের হৃদযন্ত্র এবং রক্ত সঞ্চালন সমস্যায় সাহায্য করার জন্য।

চিকিৎসকরা এটাকে বর্ণনা করছেন ‘সংক্রমণের নতুন একটা ধারা’ বলে যার সঙ্গে মিল আছে কাওয়াসাকি শক সিনড্রমের। এই প্রতিক্রিয়া একটা বিরল রোগ উপসর্গ, যা প্রধানত দেখা যায় পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে। এসব উপসর্গের মধ্যে রয়েছে র‌্যাশ, ঘাড়ের গ্রন্থিগুলো ফুলে ওঠা এবং ঠোঁট শুষ্ক হয়ে ফেটে যাওয়া।

তবে এ নতুন উপসর্গ দেখা গেছে শিশু থেকে ১৬ বছর পর্যন্ত বয়সীদের ক্ষেত্রেও। এদের মধ্যে অনেকের কঠিন জটিলতা তৈরি হয়েছে।

লন্ডনের ইম্পিরিয়াল কলেজের শিশুর সংক্রামক রোগ ও রোগ প্রতিরোধ বিষয়ক বিভাগের অধ্যাপক ড. লিজ হুইটেকার বলছেন, করোনা মহামারির মধ্যে শিশুদের মধ্যে এ উপসর্গ দেখা দেয়ার কারণে তারা মনে করছেন করোনাভাইরাসের সঙ্গে এর সংযোগ রয়েছে।

শিশু রোগ ও শিশু স্বাস্থ্য বিষয়ক রয়্যাল কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক রাসেল ভাইনার বলেন, যেসব শিশু এ রোগের শিকার হয়েছে, তাদের বেশিরভাগই চিকিৎসায় সাড়া দিয়েছে এবং তারা ভালো হয়ে বাড়ি ফিরে যেতে শুরু করেছে।

শিশুদের মধ্যে একই ধরনের উপসর্গ দেখো গেছে আমেরিকা, স্পেন, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ডে।

নিউ ইয়র্কের গর্ভনর অ্যান্ড্রু কুয়োমো বলেন, আমেরিকার অন্তত ১৫ রাজ্যে শিশুদের এ উপসর্গ দেখা গেছে।

নিউ ইয়র্কে এ ধরনের প্রদাহজনিত উপসর্গ নিয়ে আসা ৮২ শিশুর করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ জন হয় পজিটিভ শনাক্ত হয়েছে। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা সিডিসি এ ব্যাপারে সতর্কতা জারি করতে যাচ্ছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।