সিঙ্গাপুরে কমছে করোনার প্রকোপ, একদিনে শনাক্ত ৪৬৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৬ মে ২০২০

সিঙ্গাপুরে ফের নিয়ন্ত্রণে আসছে করোনাভাইরাস মহামারি। দেশটিতে ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিকদের মধ্যে ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও গত কয়েকদিনে কমতে শুরু করেছে এর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মাত্র ৪৬৫ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে মাত্র চারজন সিঙ্গাপুরিয়ান নাগরিক বা স্থায়ী অধিবাসী। বাকি সবাই অভিবাসী শ্রমিক।

নগররাষ্ট্রটিতে এ পর্যন্ত ২৭ হাজার ৩৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই অভিবাসী।

সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে শুক্রবার পর্যন্ত ৭ হাজার ২৩৯ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ২১ জন। এছাড়া আরও নয়জন করোনা পজিটিভ ব্যক্তি অন্য কারণে মারা গেছেন।

jagonews24

এদিকে, মহামারির প্রকোপ কমে আসায় মে মাসের শুরু থেকেই লকডাউন শিথিল করেছে সিঙ্গাপুর সরকার। গত ৫ মে থেকে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচার চালুর মাধ্যমে শুরু হয়েছে ব্যবসায়িক কার্যক্রম। এরপর ১২ মে থেকে চালু হয়েছে সেলুন, লন্ড্রি ও গৃহ-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও।

এছাড়া, বাইরে হাঁটাচলা-ব্যায়ামের ওপর বিধি-নিষেধও তুলে নেয়া হয়েছে। তবে জিম-সুইমিংপুল বন্ধই থাকছে।

আগামী ১৯ মে থেকে স্কুলও খুলে দেয়া হবে দেশটিতে। তবে শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করে পাঠদান করা হবে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।