যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত ৩২ হাজার, মৃত্যু ১৩৯৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ এএম, ১৮ মে ২০২০

যুক্তরাষ্ট্রে মহামারি করোনার সংক্রমণ কমছেই না। দেশটিতে প্রতিদিন সহস্রাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন কোভিড-১৯ আক্রান্ত হয়ে। রোববার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, আরও প্রায় ১৪শ মানুষের মৃত্যু ছাড়াও নতুন করে শনাক্ত হয়েছেন প্রায় ৩২ হাজার রোগী।

সিডিসির হিসাব অনুযায়ী, নতুন শনাক্ত ৩১ হাজার ৯৬৭ জনসহ দেশে মোট কোভিড-১৯ আক্রান্ত মানুষের সংখ্যা এখন ১৪ লাখ ৬৭ হাজার ৬৫ জন। তবে করোনা মহামারির সার্বক্ষণিক তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ তথ্য অনুসারে সংখ্যাটা ১৫ লাখ ১৬ হাজার।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ ৯০ হাজার ৩৪৬ জন মানুষ মারা গেছে; যা গোটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে অবশ্য ৩ লাখ ৪০ হাজারের বেশি চিকিৎসা শেষে এখন সুস্থ হয়েছেন।

নিউইয়র্কে আরেক নারীর মৃত্যুর পর যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত হয়ে ২৫৮ জন বাংলাদেশি এখন পর্যন্ত মারা গেছেন। করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশটির জনবহুল নিউইয়র্ক অঙ্গরাজ্য। শুধু ওই রাজ্যে আক্রান্ত ৩ লাখ ৫৮ হাজারের মধ্যে ২৮ হাজার ১৩৪ জন মারা গেছে।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংকট মোকাবিলায় উত্তরসূরী ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে ফের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, ‘অনেক কর্মকর্তা দায়িত্ব পালনের ভানও যে করছেন না মহামারি তা দেখিয়ে দিয়েছে।’

এদিকে করোনার ভ্যাকসিন উদ্ভাবন হোক বা না হোক মার্কিন অর্থনীতি চালুর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে নিজের এমন অবস্থানের কথা জানান তিনি।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।