আক্রান্ত কমতে শুরু করেছে রাশিয়ায়
রাশিয়ায় গত কয়েকদিনে করোনায় আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯২৬ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৭৮।
গত তিনদিনে রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছে। গত ১৫ মে পর্যন্ত টানা কয়েকদিন পর্যন্ত দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৭২২ জন।
দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭০ হাজার ২০৯ জন। রাশিয়ায় বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ১৭ হাজার ৭৪৭টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ২ হাজার ৩শ জন।
১৭ তারিখের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৭০৯ জন এবং করোনায় প্রাণ হারিয়েছে ৯৪ জন।
১৬ তারিখের হিসাবে, আক্রান্তের সংখ্যা ৯ হাজার ২শ এবং মৃত্যু ১১৯। তার আগের দিনের হিসাব অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫৯৮ এবং মারা গেছে ১১৩ জন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
এখন পর্যন্ত করোনায় আক্রান্তের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
টিটিএন/এমকেএইচ