২ মাসের বেশি সময় পর চার্চ খুলল ভ্যাটিকানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৮ মে ২০২০

ভ্যাটিকান সিটিতে দুই মাসের বেশি সময় পর চার্চ খুলে দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশটিতে দর্শনার্থীদের জন্য সেইন্ট পিটার্স বেসিলিকা চার্চ আবারও খুলে দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের বিস্তাররোধ করতে প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে ওই চার্চটি বন্ধ ছিল। সোমবার ওই চার্চের সামনে দর্শনার্থীদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে চার্চে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হচ্ছে। একজন থেকে অপরজনকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হচ্ছে।

চার্চে প্রবেশের ক্ষেত্রে সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে বলা হয়েছে। এছাড়া প্রত্যেকের শরীরের তাপমাত্রা মাপা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

jagonews24

লোকজন এসব বিধি-নিষেধ সঠিকভাবে পালন করছে কিনা তা তদারকি করছেন পুলিশ কর্মকর্তারা।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত ১০ মার্চ থেকে ভ্যাটিকান সিটির এই চার্চটি বন্ধ ছিল। ফলে সেখানে লোকজনের প্রবেশ নিষেধ ছিল।

দীর্ঘদিন পর চার্চটি খুলে দেওয়ায় অনেকেই সেখানে যাচ্ছেন। সোমবার অনেক মানুষকে ওই চার্চের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।