২০২১ পর্যন্ত অনলাইনেই সব ক্লাস ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ২০ মে ২০২০

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ২০২১ সালের গ্রীষ্ম পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোনো ক্লাস অনুষ্ঠিত হবে না।

ইউকে প্রেস এসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, সব ক্লাস সরাসরি ক্লাসরুমের বদলে অনলাইনেই নেওয়া হবে।

ব্রিটেনের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দিল ক্যামব্রিজ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট লোকজনের মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র এএফপিকে বলেন, এই মহামারির সময় খাপ খাইয়ে নিতে প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী শিক্ষাবর্ষের কোন ক্লাস সামনাসামনি নেওয়া হবে না।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনেক দেশেই এখন অনলাইনেই ক্লাস নেওয়া হচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৮১৮ জন। এর মধ্যে মারা গেছে ৩৫ হাজার ৩৪১ জন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।