ব্রিটিশরা ফ্রান্সে গেলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৩ মে ২০২০

যুক্তরাজ্য থেকে কোনো ব্যক্তি যদি প্রতিবেশী ফ্রান্সে যায় তাহলে তাকে ১৪ দিনের সেল্ফ আইসোলেশনে (স্বেচ্ছা সঙ্গরোধ) থাকতে হবে। দেশটির সরকারের ঘোষণা অনুযায়ী এই নির্দেশনা কার্যকর হবে আগামী ৮ জুন থেকে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আজ ঘোষণা দিয়েছেন আগামী ৮ জুন থেকে যারা যুক্তরাজ্যে আসবেন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রিটিশ সরকারের এমন ঘোষণার পরপরই ফ্রান্স সরকারের পক্ষ থেকে পাল্টা এমন নির্দেশনা জারি করা হলো।

ফ্রান্স বলছে, ইউরোপীয় কোন দেশ যদি কোয়ারেন্টাইন করার এমন কোনো পদক্ষেপ নেয় তাহলে তারাও ওই দেশের জন্য একই নির্দেশনা জারি করবে। আগামী সোমবার থেকে স্পেন হতে যারা বিমানে করে ফ্রান্সে আসবেন তাদের জন্যও বাধ্যতামূলক এই সেল্ফ আইসোলেশন কার্যকর হবে।

শুক্রবার ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, যুক্তরাজ্যে যারা আসবেন তাদের অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া তারা কোথায় কিভাবে কোয়ারেন্টাইনে আছেন তাও জানাতে হবে সরকারকে। আর কেউ যদি এটা না করে তাহলে তাকে ১ হাজার পাউন্ড জরিমানা করা হবে।

তিনি বলেছেন, সীমান্ত পারাপারের ফলে করোনার সংক্রমণ বৃদ্ধির যে ঝুঁকি তৈরি হবে তা এর মাধ্যমে হ্রাস পাবে। তবে এই নির্দেশনা লরি চালক, খামার কর্মী ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।