উহানে একদিনে সাড়ে ১১ লাখ মানুষের করোনা পরীক্ষা
নভেল করোনাভাইরাস মহামারির কেন্দ্র চীনের হুবেই প্রদেশের উহানে ফের সংক্রমণ শুরু হওয়ায় সেখানকার ১ কোটি ১০ লাখ বাসিন্দার নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় উহানের ১১ লাখ ৪৬ হাজার ১৫৬ জন বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়েছে।
রোববার উহানের স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। একদিন আগে উহানের আরও ১৪ লাখ ৭০ হাজার ৯৫০ জনের করোনা পরীক্ষা করা হয়।
করোনার সুপ্ত বাহকদের খুঁজে বের করার জন্য গত ১৪ মে থেকে গণহারে এই পরীক্ষা কার্যক্রম শুরু করা হয় উহানে। গত ৯ এবং ১০ মে উহানে প্রথমবারের মতো ক্লাস্টার সংক্রমণ ধরা পড়ে।
এতে দেখা যায়, লক্ষণবিহীন করোনার বাহকদের শারীরিক কোনও অসুস্থতা না থাকলেও তারা অন্যদের মাঝে সংক্রমণ ঘটাচ্ছেন। এরপরই গণহারে উহানের ১ কোটির বেশি বাসিন্দার করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয় চীন সরকার।
এদিকে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর দেশটিতে গত ২২ মে প্রথমবারের মতো কোনও রোগী পাওয়া যায়নি বলে জানানোর পরদিন শনিবার নতুন করে তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) এক বিবৃতিতে নতুন রোগী শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
এনএইচসি বলছে, নতুন সংক্রমিতদের মধ্যে দু'জন বিদেশফেরত এবং একজন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের এই শহরে করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর থেকে প্রথম সংক্রমণমুক্ত দিন ছিল শুক্রবার। একদিন আগে লক্ষণবিহীন রোগীর সংখ্যা ২৮ থাকলেও বর্তমানে তা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
চীনের এই জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, দেশটিতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৭৪ জনে পৌঁছেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।
এদিকে, যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ৫৩ লাখের বেশি।
এসআইএস/এমকেএইচ