দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ২৬ মে ২০২০

বিশ্বে করোনাভাইরাস মহামারির নতুন কেন্দ্র হয়ে উঠেছে লাতিন আমেরিকা, বিশেষ করে ব্রাজিল। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার প্রথমবারের মতো দৈনিক মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়েছে গেছে তারা।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন অন্তত ৮০৭ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৬২০ জন।

দু’দিন আগেই আক্রান্তের সংখ্যায় রাশিয়াকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে সর্বাধিক সংক্রমিত দেশের তালিকায় দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত অন্তত ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ১৬ লাখ ৩৭ হাজার রোগী নিয়ে তাদের ওপর একমাত্র যুক্তরাষ্ট্র।

ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৮৮ জন।

jagonews24

এদিকে, করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় বিদেশি নাগরিকদের জন্য ব্রাজিল থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৮ মে থেকে কার্যকর হওয়ার কথা ছিল এ নিষেধাজ্ঞা। তবে ব্রাজিলের পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় এর সময় আরও এগিয়ে এনেছে ওয়াশিংটন।

নতুন সিদ্ধান্ত অনুসারে ২৬ মে মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে যেসব অ-মার্কিনি আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

নিষেধাজ্ঞা এগিয়ে আনার বিষয়ে অবশ্য এখনও আনুষ্ঠানকিভাবে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছিলেন, ‘মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিচ্ছি। আশা করি ব্রাজিলের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে।’

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।