যুক্তরাষ্ট্রে ৬২ হাজারের বেশি চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ২৭ মে ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রে হাজার হাজার চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন (সিডিসি)।

এক বিবৃতিতে সিডিসি জানিয়েছে, দেশটিতে প্রায় ৬২ হাজার চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কমপক্ষে ২৯১ জনের মৃত্যু হয়েছে।

তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ১৫ এপ্রিল করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের বিষয়ে তথ্য দিয়েছিল সিডিসি। সে সময় করোনায় আক্রান্ত চিকিৎসাকর্মীর সংখ্যা ছিল ৯ হাজার ২৮২।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা অভিযোগ করেছেন যে, তারা যথেষ্ঠ পরিমান ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পাচ্ছেন না।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ফলে করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে হিমসিম খাচ্ছেন চিকিৎসাকর্মীরা। এর মধ্যেই চিকিৎসাকর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।