আটকাতে পারেনি করোনা, হাসপাতালেই বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৭ মে ২০২০

করোনাও আটকাতে পারেনি তাদের বিয়ে। হাসপাতালেই বিয়ে সারলেন এক চিকিৎসক আর এক নার্স। করোনাভাইরাসের কারণে প্রথমে বিয়ের অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল তাদের। পরে তারা সিদ্ধান্ত নেন যে, তারা যেখানে কাজ করেন সেই হাসপাতালেই বিয়ে করবেন।

৩৪ বছর বয়সী নার্স জান তিপিং এবং ৩০ বছর বয়সী চিকিৎসক আন্নালান নভরতনাম লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গ্রেড টু তালিকাভুক্ত একটি চ্যাপেলে বিয়ে করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, তাদের এই বিয়ের অনুষ্ঠান লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। ফলে তাদের স্বজনরা বাড়িতে বসেই বিয়েতে অংশ নিতে পেরেছেন।

এই দম্পতি জানিয়েছেন, এখন পর্যন্ত সবাই সুস্থ থাকার কারণে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তিপিং এবং তার স্বামী জানান যে, তাদের আসল বিয়ের অনুষ্ঠান বাতিল করেছেন। আগামী আগস্টেই তাদের বিয়ের পরিকল্পনা ছিল।

jagonews24

তবে পরে তারা তাদের বিয়ের অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তিপিং জরুরি সেবা বিভাগের নার্স। তিনি বলেন, তারা এই সিদ্ধান্ত নিয়েছেন কারন তারা চেয়েছিলেন সবাই যেন আনন্দ করতে পারে।

তারা বলেন, সবাই এখনও সুস্থ আছে। যদিও আমাদের স্বজনরা আমাদেরকে স্ক্রিনেই দেখছে। নভরতনাম সেন্ট থমাস হাসপাতালের চিকিৎসক। তিনি সেখানে এক বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, আমরা খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হতে পেরেছি।

এই নব দম্পতির জন্য ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ এবং বক্তব্যের ব্যবস্থা করা হয়। রেভারেন্ড মিয়া হিলবর্ন বিয়ের পুরো বিষয়টি পরিচালনা করেছেন। তিনি বলেন, এই আয়োজনের অংশ হতে পেরে তিনি শিহরিত। এদিকে এই বিয়ের খবর শোনার পর এক টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক লিখেছেন, এটা চমৎকার।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।