মৃতের সংখ্যায় ৫ম ব্রাজিল, আক্রান্ত সাড়ে ৪ লাখ পার
ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা চতুর্থদিন এক হাজারের বেশি মৃত্যুর পাশাপাশি দৈনিক আক্রান্তের সংখ্যাতেও নতুন রেকর্ড গড়েছে দেশটি। ইতোমধ্যেই স্পেনকে ছাড়িয়ে বিশ্বের মধ্যে করোনায় সর্বাধিক মৃতের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে তারা, শিগগিরই ফ্রান্সকেও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শনিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ হাজার ১২৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭৮ জন।
একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৯২৮ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জনে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা না করায় ব্রাজিলে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না। এটি সরকারি হিসাবের চেয়ে ১৫ গুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র: আল জাজিরা
কেএএ/এমএস