ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মেরকেল
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংস্থা গ্রুপ অব সেভেনের (জি-৭) আসন্ন সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আমন্ত্রণ জানিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে ট্রাম্পের আমন্ত্রণ মেরকেল প্রত্যাখ্যান করেছেন বলে জানানো হয়।
এতে বলা হয়, ওয়াশিংটনে জি-৭ এর সম্মেলনে অংশ নেবেন না বলে ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলা মেরকেল। আগামী জুন মাসের শেষের দিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর এই সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আমন্ত্রণ ফিরিয়ে দিলেও ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জার্মান এই চ্যান্সেলর। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেইবার্ত বলেছেন, আজ পর্যন্ত করোনাভাইরাস মহামারির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ওয়াশিংটনের সম্মেলনে অংশ নেয়ার জন্য ব্যক্তিগতভাবে প্রস্তুত নন বলে জানিয়ে দিয়েছেন।
তবে করোনাভাইরাস মহামারি পরিস্থিতির বিষয়ে তিনি সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন অ্যাঞ্জেলা।
এদিকে, হোয়াইট হাউস বলছে, জুনের শেষের দিকে যুক্তরাষ্ট্রে জি-৭ এর সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে বৈশ্বিক লকডাউন দশা থেকে বেরিয়ে আসার সুবর্ণ সুযোগ তৈরি হবে বলে বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে, গত সপ্তাহে মার্কিন এই প্রেসিডেন্ট জি-৭ এর সম্মেলনে সদস্য দেশগুলোর প্রধানরা স্বশরীরে ওয়াশিংটনে হাজির হবেন বলে নিজের প্রত্যাশার কথা জানান।
চীন থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বের দুই শতাধিক দেশে অচলাবস্থা তৈরি হয়েছে। করোনায় এক লাখ ৩ হাজারের বেশি মানুষের মৃত্যুতে থমকে যাওয়া যুক্তরাষ্ট্র সচল করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে দেশটির বিভিন্ন রাজ্যে লকডাউন শিথিল করে মানুষের জীবন-যাত্রা স্বাভাবিক করার পথ বেছে নেয়া হয়েছে।
এসআইএস/এমকেএইচ