সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ৩১ মে ২০২০

অডিও শুনুন

সামাজিক দূরত্ব না মানায় রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়েছে। একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকে সামাজিক দূরত্ব না মানায় তাকে প্রায় ৬শ ডলার জরিমানা গুনতে হচ্ছে। খবর আল জাজিরা। 

প্রধানমন্ত্রী লুডোভিক অরবানের ওই বৈঠকে বেশ কয়েকজন মন্ত্রী এবং অন্যান্য সদস্যরা সামাজিক দূরত্ব মেনে চলেননি।

রোমানিয়ার গণমাধ্যমে প্রধানমন্ত্রীর একটি ছবি প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে থাকা লোকজন বসে আছে। তাদের সামনে একটি টেবিলে বেশ কয়েকটি মদের বোতল এবং অন্যান্য খাবার রাখা আছে। তাদের সে সময় ধূমপান করতে গেছে। 

সেখানে থাকা লোকজনের মধ্যে কেউই মুখে মাস্ক পরা ছিলেন না এবং তাদের মধ্যে কোনো দূরত্বও ছিল না। 

এদিকে প্রধানমন্ত্রী অরবান বলছেন, এই ছবিটি গত ২৫ মে তারিখে তার জন্মদিনে তোলা। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থনীতি বিষয়ক মন্ত্রীকেও উপস্থিত থাকতে দেখা গেছে।

রোমানিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ১৩৩ জন। এর মধ্যে মারা গেছে ১ হাজার ২৫৯ জন। 

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৩ হাজার ৪৬ জন। বর্তমানে দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৪ হাজার ৮২৮টি। অপরদিকে ১৬০ জনের অবস্থা আশঙ্কাজনক।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।