৩ মাস পর পর্যটকদের জন্য দরজা খুলল ইতালির
ইউরোপের পর্যটকদের পুনরায় স্বাগত জানাচ্ছে ইতালি। প্রাণঘাতী করোনার প্রকোপের কারণে দেশটিতে প্রায় তিন মাস পর পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
গ্রীষ্মের শুরু থেকেই পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
গত ডিসেম্বরে চীনে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালিতে প্রাদুর্ভাব ঘটে এই ভাইরাসের।
ইতালিতে রীতিমত তাণ্ডব চালিয়েছে করোনা। এই ভাইরাসের কারণে ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। তবে গত কয়েক মাসের চেয়ে এখন ইতালির অবস্থা অনেকটাই স্বাভাবিক।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৫১৫। এর মধ্যে মারা গেছে ৩৩ হাজার ৫৩০ জন।
ইতোমধ্যেই ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬০ হাজার ৯২ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ৩৯ হাজার ৮৯৩টি। এছাড়া আরও ৪০৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
টিটিএন/এমকেএইচ