কলকাতায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া করোনা পরীক্ষা নয়
করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় নতুন নিয়ম চালু করেছে কলকাতা। এখন থেকে করোনা পরীক্ষা করাতে গেলে সেখানে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। সম্প্রতি এ নির্দেশনা জারি করেছে কলকাতা পৌরসভা।
ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে কলকাতায় ভয়াবহ আকার ধারণ করেছে মহামারি করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় কলকাতা রাজ্যের ৩৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি।
কলকাতা শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৩০০। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৭০ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজারেরও বেশি করোনা রোগী। আর এতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭০ জন।
এদিকে ক্রমেই করোনাভাইরাস মহামারির নিয়ন্ত্রণ হারাচ্ছে ভারত। দেশটিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণের হার। তিন দিন ধরে ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত আট হাজার করে, রোজই ভাঙছে আগের দিনের রেকর্ড। মাত্র দুই সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ।
ভারতে সবমিলিয়ে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৬১১ জন। এতে মোট ৫ হাজার ৮৪৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখের বেশি রোগী।
বিশ্বের সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় তারা এখন রয়েছে সপ্তম স্থানে। ভারতে যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কয়েকদিনের মধ্যেই দেশটি ইতালিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএইচ/এমএস