মৃত্যুর কোলেই ঢলে পড়ল কনিষ্ঠতম করোনাজয়ী
ফিলিপাইনে জন্মের মাত্র পাঁচদিন পর নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল শিশুটি। বিশ্বের কনিষ্ঠতম করোনা রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায়ও ফিরেছিল সে। কিন্তু শেষ পর্যন্ত যমদূত তাকে ছাড়ল না।
বুধবার ফিলিপিন্সের সেই শিশু বেবি কোবের মারা গেছে। কোবের চাচি তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। গত ৫ এপ্রিল কোবে যখন করোনায় আক্রান্ত হয় তখন তার বয়স ছিল ৫ দিন। ২৩ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠায় চিকিৎসকরা তাকে বাসায় পাঠিয়ে দেন।
ফিলিপাইনের সংবাদমাধ্যম র্যাপলার বলছে, শিশুটিকে আরও ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু হাসপাতাল থেকে ফেরার মাত্র তিন দিন পর আবারও অসুস্থ হয়ে পড়ে কোবে। হালকা জ্বর এবং পেটের সমস্যা দেখা দেয় তার।
বিশ্বের শীর্ষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা করোনাভাইরাসে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে ভুগতে থাকা মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বলে মহামারির শুরু থেকেই সতর্ক করে আসছেন।
তবে ফিলিপাইনের ওই শিশু আবারও করোনা আক্রান্ত হয়েছিল কিনা তা জানা যায়নি। চিকিৎসকরা শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন।
এসআইএস/পিআর