করোনার কারণে চলতি বছরে নতুন কোনো প্রকল্প নিচ্ছে না ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৫ জুন ২০২০

করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব বিশ্বের সকল দেশকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এতে অনেক দেশেই সঙ্কটের সৃষ্টি হয়েছে। করোনার কারণে সৃষ্ট সঙ্কটে চলতি বছরে কোনো নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেবে না প্রতিবেশী দেশ ভারত। স্পষ্ট করে বিষয়টা জানিয়ে দিল দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয়।

শুক্রবার (৫ জুন) দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ভারতে ২৫ মার্চ থেকে টানা লকডাউন চালিয়েও কোভিড- ১৯ সংক্রমণকে রোখা যায়নি। এই পরিস্থিতিতে আপাতত করোনা সঙ্কটের মোকাবিলায় প্রধান লক্ষ্য, তাই নতুন করে আর সরকারি কোনো প্রকল্পের ঘোষণা করার কথা ভাবা হচ্ছে না। সমস্ত মন্ত্রণালয়কে ইতিমধ্যেই নির্দেশ দেয়া হয়েছে যে, নতুন কোনো প্রকল্পের জন্যে যেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয়ের কাছে সমস্ত সুপারিশ করা বন্ধ করে দেয়।

কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের নীতিমালার আওতায় যে যে ঘোষণাগুলো করা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে সেগুলোর পেছনেই এখন খরচ করার অনুমতি দেয়া হবে, অন্য কিছুতে নয়, সাফ জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

দেশটির অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থান করার দিকেই জোর দিচ্ছে সরকার। এমনকি বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলোকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেয়া হলো। তবে এ কথাও বলা হয়েছে যে, এই অবস্থানের থেকে ব্যতিক্রমী কোনো পদক্ষেপ নিতে হলে তার অনুমোদন নিতে হবে সরকারের থেকে।

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৯ হাজার ৮৫১ জন, আর মারা গেছেন ২৭৩ জন। সবমিলিয়ে, সারা দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২ লাখ ২৬ হাজার ৭৭০ জন। করোনা ভাইরাস দেশটিতে প্রাণ কেড়েছে মোট ৬ হাজার ৩৪৮ জনের।

তবে আশার কথা হলো- দেশটিতে করোনা সংক্রমণ বাড়লেও তার পাশাপাশি এখন পর্যন্ত এক লাখ ৯ হাজার ৪৬২ জন মানুষ সুস্থ হয়েছেন। ভারতে করোনা থেকে সুস্থের হার তাই ৪৮.২৭ শতাংশ।

এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।