ব্রিটেনের বাস-ট্রেনে মাস্ক না পরলেই জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৫ জুন ২০২০

ব্রিটেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। দেশটির বাস, সাবওয়ে এবং ট্রেনে আগামী ১৫ জুন থেকে অবশ্যই সব যাত্রীকে মাস্ক পরে চলাফেরা করতে হবে।

এসব পরিবহনে যাত্রীদেরকে করোনার প্রকোপ থেকে বাঁচাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য ছাড়াও বিশ্বের অনেক দেশেই সাম্প্রতিক সময়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছেন, ভ্রমনের ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে মুখ ঢেকে রাখা। কেউ এই আইন অমান্য করলে তাকে জরিমানা গুনতে হবে।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৬১ জন। এর মধ্যে মারা গেছে ৩৯ হাজার ৯০৪ জন।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনসহ বেশ কয়েকজন মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। টানা তিনদিন হাসপাতালে জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশেষে সুস্থ হয়ে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রধানমন্ত্রী জনসন।

প্রথম থেকেই করোনার প্রকোপ থেকে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহারের ওপর জোর দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে।

সারাবিশ্বেই করোনার প্রকোপ বেড়ে চলেছে। এই মুহূর্তে সচেতনতা এবং বিভিন্ন বিধি-নিষেধ পালনের মাধ্যমেই নিজেদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।