ব্রিটেনে আজও ২০৪ জনের প্রাণ কাড়ল করোনা, মোট ৪০৪৬৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৬ জুন ২০২০

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৪ জনের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে দেশটিতে করোনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬৫ জনে।

শনিবার ব্রিটেনের সরকারের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

তবে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ হাজারের বেশি। সন্দেহভাজনদের নিয়ে দেশটিতে করোনায় মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে ।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় সর্বাধিক মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রের। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ১১ হাজার ৪০৮ জন; যা বিশ্বে সর্বোচ্চ প্রাণহানি। এরপরই করোনায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে পরীক্ষায় পজিটিভ ফল আসার পর কেউ মারা গেলেই কেবল সেটিকে করোনা মৃত্যু হিসেবে গণনা করা হয়।

গত মার্চে ব্রিটেনের ক্ষমতাসীন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যাল্যান্স বলেন, করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারলে সেটিই হবে ভালো ফলাফল।

বিশেষজ্ঞরা করোনায় মৃত্যুর সংখ্যায় দেশগুলোর অবস্থানের তুলনা এখনই করা উচিত নয় বলে সতর্ক করে দিয়েছেন। ইউরোপে করোনায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৭৭৪ জন।

ব্রাজিলে প্রকোপ দেরীতে শুরু হলেও করোনা প্রাণ কেড়েছে ৩৫ হাজার ৪৭ জনের। গত কয়েকদিনে দেশটিতে গড়ে এক হাজারের বেশি করে মানুষের মৃত্যু হয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এছাড়া মারা গেছেন তিন লাখ ৯৯ হাজারের বেশি। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩৩ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।