করোনায় আক্রান্ত নন অরবিন্দ কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পিএম, ০৯ জুন ২০২০

হালকা জ্বর এবং গলা ব্যথা নিয়ে স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার একদিন পর নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ ধরা পড়েনি ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। মঙ্গলবার কেজরিওয়ালের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার রাজনৈতিক দল আম আদমি পার্টি (এএপি)।

দলটির একাধিক সূত্র বলেছে, বর্তমানে দিল্লির এই মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন।

রোববার সকালের দিকে কেজরিওয়াল হালকা জ্বর এবং গলা ব্যথা অনুভব করেন। তখন থেকে দিল্লির একটি সরকারি বাংলোতে স্বেচ্ছা আইসোলেশন যান তিনি। আম আদমি পার্টির বিধায়ক রাগভ চাধা এনডিটিভিকে বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জ্বর এবং গলা ব্যথায় ভুগছেন; যা করোনার লক্ষণ হতে পারে। যে কারণে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন।

চাধা বলেন, ৫১ বছর বয়সী কেজরিওয়ালের ডায়াবেটিস থাকায় বেশ উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে রোববার সর্বশেষ মন্ত্রিসভার সদস্য এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন দিল্লির এই মুখ্যমন্ত্রী। পরে দিল্লির বাসিন্দাদের জন্য হাসপাতালের শয্যা সংরক্ষণ করে রাখার ঘোষণা দেন অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে। যদিও পরবর্তীতে দিল্লির গভর্নর অনিল বাইজাল বাসিন্দাদের জন্য হাসপাতালের শয্যা সংরক্ষণের সিদ্ধান্ত বাতিল করে দেন।

গত কয়েকদিন ধরেই দেশটির রাজধানীতে গড়ে এক হাজারের বেশি করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। সোমবার পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৮১২ জন।

ভারতে মঙ্গলবার পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন; যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। আগামী কয়েকদিনের মধ্যে আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে যেতে পারে ভারত।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।