অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে ৪ দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার চুক্তি
করোনাভাইরাসের একটি ভ্যাকসিন ইউরোপে সরবরাহ করার জন্য এই মহাদেশের চারটি দেশের সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ ওষুধপ্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। চলতি বছরের শেষের দিকে ইউরোপে করোনার একটি ভ্যাকসিন সরবরাহ করার লক্ষ্যে নেদারল্যান্ডস, ইতালি, জার্মানি এবং ফ্রান্সের সঙ্গে এই চুক্তি সাক্ষর হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
অ্যাস্ট্রাজেনেকা বলেছে, চুক্তি অনুযায়ী- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরিকৃত করোনাভাইরাসের ভ্যাকসিনটির ৪০ কোটি ডোজ ইউরোপে সরবরাহ কাজে সহায়তা করবে এই চার দেশ।
ভ্যাকসিনটির উৎপাদন কাজ সম্প্রসারিত করতে চেয়েছিল অ্যাস্ট্রাজেনেকা; যা এই মহামারির কালে কোনো ধরনের মুনাফা ছাড়াই সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী প্যাস্কল সোরিয়ট বলেছেন, আমাদের ইউরোপীয় সাপ্লাই চেইনকে সঙ্গে নিয়ে শিগগিরই ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে। আমরা ভ্যাকসিনটি শিগগিরই এবং ব্যাপকভাবে সহজলভ্য করার আশাবাদ ব্যক্ত করছি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি চ্যাডক্স-১ এনকোভ-১৯ নামের করোনা ভ্যাকসিনটি ইতোমধ্যে পরীক্ষায় অনেকদূর এগিয়েছে। আগস্টের শেষের দিকে ভ্যাকসিনটি আসতে পারে বলে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারানজা ফেসবুকে দেয়া এক পোস্টে আশাপ্রকাশ করেছেন।
অ্যাস্ট্রাজেনেকা করোনার সম্ভাব্য এই ভ্যাকসিনটির ২০০ কোটি ডোজ উৎপাদনের লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গেও ১ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে। এছাড়াও মার্কিন শীর্ষ ধনকুবের বিল গেটসের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে অ্যাস্ট্রাজেনেকা।
নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট অত্যন্ত সংক্রামক ব্যাধি কোভিড-১৯ এর এখন পর্যন্ত কোনো চিকিৎসা কিংবা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেছেন, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের জন্য সম্ভাব্য ভ্যাকসিনের প্রাপ্তির ব্যাপারটি নিশ্চিত করে রেখেছে; ইউরোপ এখনও তা করেনি। একাধিক সদস্য রাষ্ট্রের দ্রুত সমন্বিত উদ্যোগ এই সঙ্কটে ইউরোপীয় ইউনিয়নের সব নাগরিকের বাড়তি মূল্যবোধ সৃষ্টি করবে।
সূত্র: রয়টার্স।
এসআইএস/জেআইএম