লাতিন অঞ্চলে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ
লাতিন অঞ্চলের দেশগুলোতে যেভাবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে তাতে উদ্বেগ ও আশঙ্কা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় চিলি, আর্জেন্টিনা, পেরু এবং কলম্বিয়ায় রেকর্ড সংক্রমণের ঘটনা ঘটেছে। আর আরেক দেশ ব্রাজিল তো বিশ্বে শীর্ষ আক্রান্ত-মৃত্যুতে রয়েছে দ্বিতীয় স্থানে।
প্রতিনিয়ত সংক্রমণ বাড়তে থাকায় অনেক স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, লাতিন আমেরিকা এখন করোনাভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে। তবে অনেক দেশে সরকারগুলোর পর্যাপ্ত পরীক্ষা সক্ষমতা না থাকায় আশঙ্কা করা হচ্ছে যে, সংক্রমণের প্রকৃত সংখ্যা রিপোর্ট হওয়ার চেয়ে বেশি।
শনিবার অঞ্চলটির শীর্ষ আক্রান্ত দেশ ব্রাজিলে নতুন করে একদিনে আরও ২০ হাজার ৮৯৪ জন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল এখন গোটা বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে রয়েছে দ্বিতীয় স্থানে। তবে দেশটিতে প্রাদুর্ভাব শুরু হয়েছিল অনেক পরে।
মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলা ও দেশে করোনায় মৃত্যু নিয়ে তৈরি বিতর্কের কারণে স্বাস্থ্যমন্ত্রী জাইম মানালিচকে বরখাস্ত করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। দেশটিতে মোট সংক্রমিত ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষের মধ্যে তিন সহস্রাধিক মানুষ ইতোমধ্যে মারা গেছে।
মেক্সিকোতেও টানা তিনদিন ধরে করোনার আগের রেকর্ড ভেঙ্গে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছেই। লাতিন অঞ্চলে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যায় মেক্সিকোর অবস্থান এখন চতুর্থ। এদিকে পেরুতে একদিনে রেকর্ড শনাক্তে আক্রান্ত বেড়ে হয়েছে সোয়া দুই লাখের বেশি; মৃত্যু সাড়ে ছয় হাজার।
এসএ