বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৫ জুন ২০২০

সপ্তাহ দুয়েক ধরেই বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বৈষম্য দূরীকরণ ও তিন সপ্তাহে তিন কৃষ্ণাঙ্গের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সুবিচার দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী। বেশিরভাগ জায়গাতেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তার ওপর গত মাসে মেমোরিয়াল ডে পালন করতে সমবেত হয়েছিলেন অসংখ্য মানুষ। ফলে দেশটিতে আবারও করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে, রোববার রোগী শনাক্তে সর্বোচ্চ রেকর্ড গড়েছে ফ্লোরিডা, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য।

টানা চতুর্থ দিন সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হয়েছে আলাবামায়। আলাস্কা, অ্যারিজোনা, আরাকানসাস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনাও টানা তিনদিন নতুন রোগী শনাক্তের রেকর্ড গড়েছে।

আগে থেকেই যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হটস্পট ছিল লুইজিয়ানা। সেখানে আবারও একদিনে ১ হাজার ২০০ বেশি রোগী শনাক্ত হয়েছে।

এদিন যুক্তরাষ্ট্রে মোট রোগী শনাক্ত হয়েছে ২৫ হাজারেরও বেশি। সংক্রমণের হার আবারও বাড়তে শুরু করায় সেখানে নিষেধাজ্ঞা তুলে ব্যবসা-বাণিজ্য ফের চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।