সুস্থ হওয়ার ২ মাস পরও কোভিড রোগীদের শরীরে থেকে যায় অ্যান্টিবডি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪১ এএম, ১৬ জুন ২০২০

যেসব ব্যক্তি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন, তাদের শরীরে অন্তত দুই মাস থেকে যায় অ্যান্টিবডি। ১৭৭ জন কোভিড রোগীর রক্তে অ্যান্টিবডির উপস্থিতি নিয়ে গবেষণা করতে গিয়ে এমন তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যান্টিবডি হলো শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতার একটি উপাদান। যা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং শরীরে এর উপস্থিতির অর্থই হলো ওই ব্যক্তি সংক্রমণ থেকে মুক্ত।

লন্ডনের সেন্ট জর্জ'স ইউনিভার্সিটি, লিভারপুল স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, ব্রিটিশ টেস্টিং কোম্পানি মলোজিক ও সেনেগালের দ্য ইনস্টিটিউট পাস্তুর দে ডাকার যৌথভাবে এই গবেষণা চালিয়েছে।

গবেষণায় দেখা গেছে, যেসব করোনা রোগীর রক্তে অ্যান্টিবডি পাওয়া গেছে সুস্থ হওয়ার দুই মাস পরও তাদের শরীরে রয়ে গেছে অ্যান্টিবডি। তবে এসব রোগীর মধ্যে যারা গুরুতর অসুস্থ ছিলেন তাদের শরীরে অন্যদের তুলনায় বেশি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, একাধিক ভাইরাসের বিরুদ্ধে লড়তে গিয়েই বিপুল সংখ্যক অ্যান্টিবডি তৈরি হয়েছে এসব রোগীর শরীরে।

তবে এসব রোগীদের (যারা ইতোমধ্যে সুস্থ হয়েছেন) মধ্যে দুই থেকে সাড়ে আট শতাংশ রোগীদের শরীরে কোভিড-১৯ প্রতিরোধী অ্যান্টিবডি পাওয়া যায়নি। এর কারণ হিসেবে গবেষক দলের প্রধান কৃষ্ণা বলেন, ‘ব্যক্তিভেদে অ্যান্টিবডির ধরনও ভিন্ন এবং তাদের রোগপ্রতিরোধ ক্ষমতাও অন্যদের তুলনায় আলাদা। এছাড়া এমনও হতে পারে যে, এসব করোনা রোগীর শরীরে সামান্য উপসর্গ দেখা দিয়েছিল। যে কারণে অ্যান্টিবডির সক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন পড়েনি এবং পরীক্ষায় তা ধরা পড়েনি।’

যদিও এখন পর্যন্ত করোনার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, তাই কোভিড রোগীদের শরীরে দীর্ঘসময় অ্যান্টিবডির উপস্থিতিতে আশার আলো হিসেবেই দেখছেন গবেষকরা।

এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।