২৪ দিন পর করোনার নতুন সংক্রমণ নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৬ জুন ২০২০

মহামারির বিধি-নিধেষ প্রত্যাহার করে স্বাভাবিক হতে শুরু করার এক সপ্তাহ যেতে না যেতেই নিউজিল্যান্ডে নতুন করে অন্তত দু'জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার নিউজিল্যান্ড সরকার বলছে, টানা ২৪ দিন করোনা শূন্য থাকার পর দু'জন রোগী পাওয়া গেছে; যারা সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

নতুন এই সংক্রমণ নিউজিল্যান্ডের জন্য একটি ধাক্কা। গত সপ্তাহে প্রথমবারের মতো সামাজিক এবং অর্থনৈতিক বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয় দেশটি। তবে সীমান্ত খোলার বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

টানা ১৪দিন করোনার নতুন সংক্রমণ শনাক্ত না হওয়ায় গত সপ্তাহে মহামারির অবসানের ঘোষণা দিয়ে মহামারি পূর্ববর্তী স্বাভাবিক অবস্থায় ফেরে নিউজিল্যান্ড। সেই সময় দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেন, নিউজিল্যান্ডের অধিবাসীরা দেশে ফিরে এলে ভবিষ্যতে নতুন সংক্রমণ দেখা দিতে পারে।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন যে দুজন করোনায় আক্রান্ত হয়েছেন; তাদের বয়স ৩০ এবং ৪০ বছর। তারা দু'জনই নারী। ওয়েলিংটনে তাদের মৃত বাবাকে দেখতে আসেন।

ব্লুমফিল্ড বলেন, দোহা এবং ব্রিসবেন হয়ে গত ৭ জুন নিউজিল্যান্ডে ফেরেন তারা। পরে অকল্যান্ডে সরকারি এক স্থাপনায় আইসোলেশনে ছিলেন। মৃত বাবাকে দেখতে ওয়েলিংটনে যাওয়ার জন্য বিশেষ অনুমতি দেয়া হয় তাদের। তারা এখনও স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

এ নিয়ে নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৫০৬ জনে পৌঁছেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন মাত্র ২২ জন।

ব্রাজিল, ব্রিটেন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতির দেশগুলো যখন করোনা মহামারিতে নাকানি-চুবানি খাচ্ছে তখন ৫০ লাখ মানুষের দেশ নিউজিল্যান্ড এই ভাইরাস থেকে মুক্ত হয় গত সপ্তাহে।

গত বছরের ডিসেম্বরে প্রাণঘাতী এই ভাইরাসটির চীনে উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশে ৪ লাখ ৩৯ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৮১ লাখের বেশি মানুষ।

সূত্র: রয়টার্স।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।