ভ্যাকসিন ছাড়াই করোনা বিলীন হয়ে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১১ এএম, ২০ জুন ২০২০

করোনার ভ্যাকসিন আবিষ্কার হোক বা না হোক ভাইরাসটি বিলীন হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। গত মাসেও হোয়াইট হাউসে নিউজ ব্রিফিংয়ে ট্রাম্প মন্তব্য করেছিলেন, ভ্যাকসিন ছাড়াই করোনা বিদায় নেবে।

করোনায় শীর্ষ সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ। অথচ এরমধ্যেও ট্রাম্প দেশের অর্থনীতি পুনরায় সচল করার জোড় তৎপরতা চালাচ্ছেন। এর আগে তিনি বলেছিলেন, ভ্যাকসিন আসুক আর না আসুক সব সচল হবে। শুধু ভ্যাকসিন নয় ওষুধ নিয়ে তিনি বিভ্রান্তি ছড়িয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘ভ্যাকসিন পাওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা। একটি থেরাপি আবিষ্কারেরও কাছাকাছি আছি আমরা, এটা সত্যিই খুব ভালো থেরাপি হবে। তবে সেটি না হলেও আমি এ নিয়ে (করোনাভাইরাস) কথা বলতে চাই না। কারণ এটি বিলীন হয়ে যাচ্ছে, এটি বিলীন হওয়ার পথে।’

তিনি আরও বলেন, ‘তবে একটি ভ্যাকসিন আবিষ্কার হলে তা সত্যিই দারুণ হবে। আর সেটাই হতে যাচ্ছে।’ এর আগে গত মাসে হোয়াইট হাউসে ট্রাম্প বলেছিলেন, ‘নির্দিষ্ট কিছু সময়ের পর আমরা আর করোনা দেখতে পাব না। এটি বিদায় নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।’

সবশেষ হিসাব বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা প্রায় ২৩ লাখ। আক্রান্তের মধ্যে ১ লাখ ২২ হাজারের বেশি মারা গেছেন। আক্রান্তদের মধ্যে অবশ্য ৯ লাখের বেশি মানুষ চিকিৎসা শেষে এখন সুস্থ। প্রতিদিন আক্রান্ত বাড়লেও ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা ফের শুরু করেছেন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।