করোনায় প্রাণ হারালেন তৃণমূল এমএলএ
মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিধায়ক তমোনাশ ঘোষ মারা গেছেন। বুধবার সকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান তমোনাশ ঘোষ গত মাসে দুর্গাপুর থেকে ফেরার পর অসুস্থ হন। এরপর তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ হিসেবে শনাক্ত হলে ২৪ মে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। তীব্র শ্বাসকষ্টের কারণে প্রথম থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি।
হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার কারণে গলায় সংক্রমণ হয়েছিল। গত তিন দিন তার অবস্থা ছিল আশঙ্কাজনক। এমন অবস্থায় বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা টুইটারে লিখেছেন, ‘খুবই, খুবই দুঃখের খবর। ১৯৯৯ থেকে তিন বারের বিধায়ক ও দলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি জনগণ ও আমাদের দলের জন্যে নিবেদিত প্রাণ ছিলেন।’
করোনার বিস্তার ঠেকাতে রাজ্যে জারি লকডাউনের মেয়াদ আগামী ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বুধবার রাজ্যে সর্বদলীয় এক বৈঠক শেষে লকডাউন বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে এবারে লকডাউনে বেশ কিছু শিথিলতা আনা হয়েছে।
ভারতের এই রাজ্যে বুধবার একদিনে নতুন করে ৪৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১৭৩ জনে পৌঁছেছে আক্রান্তদের মধ্যে এখন চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৮৯০ জন। এছাড়া ইতোমধ্যে প্রাণ হারানো মানুষের সংখ্যা সেখানে ৫৯১ জন।
এসএ