সৌদিতে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯২৭

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৫:১৮ এএম, ২৮ জুন ২০২০

সৌদি আরবে একদিনে ৩ হাজার ৯২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৫০৪। আর মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে মোট ১ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। এদিকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১ লাখ ২২ হাজার ১২৮ জন।

শনিবার (২৭ জুন) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫৪ হাজার ৮৬৫ জন। তার মধ্যে আশংকাজনক অবস্থায় আছেন ২২৮৩ জন।

গত ২৬ জুন দেশটিতে একদিনে নতুন আক্রান্ত হয়েছিল ৩৯৩৮ জন, মৃত্যু হয়েছিল ৪৬ জনের। আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে হুফোফ ৫৩৫ জন, মক্কা মুকাররমা ৪০৮ জন, দাম্মাম ৩৯৯ জন,আবহা ২৩৪ জন, খামিস মুশাইত ২০৯ জন, তায়েপ ২০৩ জন, রিয়াদ ১৮১ জন, জেদ্দা ১৭১ জন, কাতিপ ১৬০ জন, মদিনা মুনাওয়ারা ১৩০ জন, আল খোবার ১০৮ জন, মাহাইল আছির ৮০ জন, হায়েল ৭৯ জন, বুরাইদা ৭৭ জন, আল জুবাইল ৬১ জন, নাজরান ৪৬ জন, তাবুক ৪২ জন, সাবিয়া ৩৫ জন, আল মুবারাজ ৩৩ জন, আল নামাস ৩৩ জন।

এছাড়া দেশটির অন্যান্য অঞ্চলেও করে নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। তবে জরিপে দেখা যাচ্ছে, পূর্বে যে অঞ্চগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশি ছিল এখন সেখানে আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু মক্কা মুকাররমা ও দাম্মামে আগের মতোই আক্রান্ত হচ্ছে। অপরদিকে রিয়াদ, জেদ্দার চেয়ে ছোট অঞ্চলগুলোতে দৈনিক আক্রান্তের সংখ্যা আগের থেকে বাড়ছে। যেমন- হুফোফ,আবহা, খামিস মুশাইত।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।