বেইজিংয়ে ট্রেন-বিমানের টিকিট কেনার হিড়িক
ট্রেন এবং বিমানের টিকিট কেনার হিড়িক লেগেছে চীনের রাজধানী বেইজিংয়ে। সম্প্রতি সেখানকার স্থানীয় প্রশাসন ভ্রমণ কড়াকড়ি শিথিল করতে শুরু করেছে। সেই সুযোগে লোকজন ট্রেন এবং বিমানের টিকিট কেনা শুরু করে দিয়েছে।
দীর্ঘদিন ধরে কড়াকড়ি আরোপ করায় শহরের লোকজন কোথাও যেতে পারছিল না। কিন্তু জুনের মাঝামাঝি সময় থেকে প্রশাসন কড়াকড়ি শিথিল করার ঘোষণা দেওয়ার পর থেকেই যেন শহরের লোকজন ভ্রমণের সুযোগ হাতছাড়া করতে চাইছে না।
বেইজিং মিউনিসিপাল ব্যুরো অব পাবলিক সিকিউরিটির উপ-পরিচালক প্যান জুহং জানিয়েছেন, শনিবার থেকেই বেইজিংয়ের যেসব এলাকায় করোনার ঝুঁকি কম সেসব এলাকার লোকজন শহরের বাইরে যাওয়ার অনুমতি পাবেন।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার মোটামুটি ও বেশি ঝুঁকি আছে এমন এলাকার লোকজনের জন্য বিধি-নিষেধ আগের মতোই থাকছে।
কড়াকড়ি তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই লোকজন শহরের বাইরে যাওয়ার বিমানের ফ্লাইট সম্পর্কে খোঁজ-খবর নিতে শুরু করে। দেখা গেছে একদিন আগে এ বিষয়ে যতটা খোঁজ নেওয়া হয়েছে, কড়াকড়ি শিথিলের ঘোষণার পর তা ৫ গুণ বেড়ে গেছে।
আগামী দু'সপ্তাহ থাকার জন্য হোটেল খোঁজার সংখ্যাও প্রায় ৩৫০ শতাংশ বেড়েছে। কুনার নামে চীনের একটি ভ্রমণ প্ল্যাটফর্ম জানিয়েছে, বিমান ও ট্রেনের টিকিট এক ঘণ্টায় দ্বিগুণ বিক্রি হয়েছে।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
গত কয়েক মাসে করোনার প্রকোপ বাড়তে থাকায় চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিমান সংস্থা তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে।
তবে বর্তমানে ইউরোপসহ বেশ কিছু দেশে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবং অর্থনীতি গতিশীল করতে বিভিন্ন কড়াকড়ি এবং ভ্রমণ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে। লকডাউনের কারণে দীর্ঘদিন মানুষকে বাড়িতেই বন্দিজীবন কাটাতে হয়েছে। তাই কড়াকড়ি তুলে নেওয়ার সুযোগে অনেকেই এখানে সেখানে ঘুরতে যাচ্ছেন।
টিটিএন/এমকেএইচ