করোনা নিয়ে আইসোলেশন থেকে পালিয়ে সুপারমার্কেটে ভারতীয় তরুণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৮ জুলাই ২০২০

 

নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েও একটি আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছেন এক ভারতীয় তরুণ। শুধু তাই নয় ৩২ বছর বয়সী ওই ব্যক্তি অকল্যান্ডের একটি আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে একটি সুপারমার্কেটে গিয়েছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওই ব্যক্তি আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে যান।

তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ শনাক্ত করার পরেই তাকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হলেও ওই ব্যক্তির দেহে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি। এমনকি তিনি কারো সংস্পর্শেও আসেননি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি গত ৩ জুলাই দিল্লি থেকে নিউজিল্যান্ডে পৌঁছান। তবে তার বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়নি।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ক্রিস হিপকিন্স ওই ব্যক্তির এমন কাজকে স্বার্থপর আচরণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমন কাজের জন্য ওই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড অথবা ৪ হাজার ডলার জরিমানা ভোগ করতে হতে পারে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।