কাতারে আক্রান্ত লাখ ছাড়ালেও সুস্থই ৯৬ হাজারের বেশি

আনোয়ার হোসেন মামুন
আনোয়ার হোসেন মামুন আনোয়ার হোসেন মামুন , কাতার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৯ জুলাই ২০২০

কাতারে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালেও এরই মধ্যে ৯৬ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। এখন আক্রান্ত অসুস্থ রোগীর সংখ্যা মাত্র ৫ হাজারের বেশি।

কাতারের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে থাকায় স্বস্তি ফিরে এসেছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

QATAR2

সারা বিশ্বের মতো কাতারেও তাণ্ডব চালিয়েছে মহামারি করোনাভাইরাস, ২৮ লাখ জনসংখ্যার দেশটি প্রতি ১০ লাখে আক্রান্তের হিসাবে শীর্ষে রয়েছে। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ হাজার ৫৪৩ জন। যদিও এরই মধ্যে ৯৬ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

কাতারে এ পর্যন্ত প্রায় ৪ লাখ মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৫৫৩ জন। সুস্থ হয়েছেন ৯৬ হাজার ১০৭ জন। দেশটিতে ২০ জন বাংলাদেশিসহ মারা গেছেন ১৩৮ জন।

জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।