ভারতের ভ্যাকসিন : ৩৭৫ জনের দেহে পরীক্ষামূলক প্রয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৮ জুলাই ২০২০

ভারতীয় বিজ্ঞানীদের তৈরি করোনার ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। দেশটির মোট ১২টি প্রথম সারির হাসপাতালে প্রাথমিক পর্যায়ে ৩৭৫ জন স্বেচ্ছাসেবীর দেহে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে কোভ্যাক্সিন। প্রথম পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এখন প্রথম পর্যায়ের ফলাফলের অপেক্ষায় রয়েছেন গবেষকরা।

কোনও ভ্যাকসিন প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল অতিক্রম করলেই ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারে। প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালে বিভিন্ন প্রাণীর শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা। ‘কোভ্যাক্সিন’ সম্প্রতি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে। তারপরেই এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলো।

যদিও এই প্রক্রিয়া বেশ দীর্ঘ। ভাইরোলজিস্টদের মতে, বয়স, বর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা নির্বিশেষে বহু মানুষের উপর প্রতিষেধক প্রয়োগ করে পরীক্ষা করা হয়। মোট তিন ধাপে এই ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কোভ্যাক্সিনের প্রথম দুই ধাপের ট্রায়ালের জন্য মোট ১ হাজার ১শ জনকে বেছে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৩৭৫ জনের দেহে প্রথম ধাপে পরীক্ষা চালানো হচ্ছে।

প্রথম পর্যায়ের এই ট্রায়ালের ফলাফলে জানা যাবে যে, এই ভ্যাকসিন প্রয়োগের ফলে রোগীর শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা। আশানুরূপ ফল পেলেই দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে যাবে আইসিএমআর।

এই পর্যায়ের ট্রায়ালের জন্য প্রয়োজন ৭৫০ জন স্বেচ্ছাসেবীর। আইসিএমআরের দাবি, ভ্যাকসিনের ট্রায়ালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনেই সবকিছু এগিয়ে যাচ্ছে। যেভাবে ভারতে করোনা সংক্রমণ বাড়ছে তাতে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন আনা প্রয়োজন। তবে এক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না দেশটির গবেষকরা।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।