হংকংয়ে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, ফের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৯ জুলাই ২০২০

হংকংয়ে মহামারি করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। চীনের আধা-স্বায়ত্তশাসিত ওই অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম রোববার এই তথ্য দেন। এক অনলাইন প্রতিবেদনে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

রোববারের সংবাদ সম্মেলনে ক্যারি ল্যাম বলেন, গত একদিনে আরও শতাধিক মানুষ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এ সময় ভাইরাসটির বিস্তার রোধে নতুন বিধি-নিষেধের ঘোষণা দেন। এছাড়া উদ্ভূত পরিস্থিতি ‘খুবই সংকটজনক’ এবং ‘মহামারি নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ নেই’ বলেও জানান।

তিনি জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‍বাধ্যতামূলকভাবে বাড়ি থেকে কাজ করার নির্দেশনা জারি করেছেন। এছাড়া ভাইরাসটি শনাক্তে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়ে দৈনিক দশ হাজার করোনা পরীক্ষা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এছাড়া আবদ্ধ জনসমাগস্থলে সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করেছেন। গণপরিবহনে মুখ ঢেকে রাখার বিষয়টি ইতোমধ্যে বাধ্যতামূলক করেছে তার সরকার। হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গতদিনে নতুন করে ১০৮ জন শনাক্ত হয়েছেন; যাদের মধ্যে ৮৩ জন স্থানীয় এবং বাকি ২৫ জন বহিরাগত।

দীর্ঘদিন বন্ধ থাকার পর মাসখানেক আগে হংকংয়ের থিম পার্ক ডিজনিল্যান্ড খুলে দেওয়া হয়েছিল। কিন্তু গত দুই সপ্তাহে পাঁচ শতাধিক রোগী শনাক্তের পর তা আবার বন্ধ ঘোষণা করার কয়েকদিন পরই নতুন করে এসব বিধিনিষেধ আরোপ করলো কর্তৃপক্ষ। এছাড়া সামাজিক দূরত্ববিধিও পুনর্বহাল করা হয়েছে।

নতুন করে ভাইরাসটির সংক্রমণ বাড়তে থাকায় গত সপ্তাহ থেকেই সব বার, জিমনেশিয়াম ও ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা আরোপ হয়েছে গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের জমায়েতের ওপরও। তবে অভিযোগ আছে, চীনবিরোধী বিক্ষোভ দমনে ভাইরাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে স্থানীয় প্রশাসন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।