দিল্লির প্রতি ৪ জনের একজন করোনায় আক্রান্ত : গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০০ পিএম, ২১ জুলাই ২০২০

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রতি চারজনের মধ্যে প্রায় একজন নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বিক্ষিপ্তভাবে দিল্লির বাসিন্দাদের নমুনা সংগ্রহ করে সরকারের পরিচালিত অ্যান্টিবডি পরীক্ষার এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

সরকারি এই জরিপ বলছে, ২১ হাজার ৩৮৭ জনের রক্তের নমুনা সংগ্রহের পর কোভিড-১৯ অ্যান্টিবডি পরীক্ষা করা হয়। এতে ২৩ দশমিক ৪৮ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি মিলেছে। বর্তমানে দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্তের যে সংখ্যা জানানো হচ্ছে; সরকারি এই জরিপে সেই সংখ্যা কয়েকগুণ বেশি হতে পারে বলে আভাস মিলেছে।

দিল্লিতে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৭৪৭ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। যা দিল্লির ১ কোটি ৯৮ লাখ মানুষের ১ শতাংশ মাত্র। জরিপের তথ্য অনুযায়ী- সংক্রমণের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ বিবেচনায় দিল্লিতে ইতোমধ্যে ৪৬ লাখ ৫০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরিপে দেখা গেছে- বৃহৎ সংখ্যক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হলেও অ্যাসিম্পটোমেটিক থেকে গেছেন।

দিল্লির বেশ কিছু এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় সংক্রমণের ২৩ দশমিক ৪৮ শতাংশ হারকেও খুবই কম মনে হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। দিল্লির উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনও ভাইরাসটির সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন। করোনার সংক্রমণ ঠেকাতে সব ধরনের বিধি-নিষেধ অবশ্যই কঠোরভাবে মেনে চলা উচিত।

ভারতে করোনার অ্যান্টিবডি পরীক্ষা নিয়ে এই জরিপ প্রথম। দেশটির বিশেষজ্ঞরা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তারা বলেছেন, এই জরিপ করোনাভাইরাসের বিস্তার কর্তৃপক্ষের বোঝার জন্য সহায়তা করবে।

সূত্র: বিবিসি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।