করোনা আতঙ্কে চিকিৎসকের ভাইকে প্রতিবেশীদের মারধর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ এএম, ২২ জুলাই ২০২০
ফাইল ছবি

ভাই চিকিৎসক, করেন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসা। আর এর জন্য এই চিকিৎসকের ভাই মারধরের শিকার হলেন। প্রতিবেশীরা তাকে রড দিয়ে পিঠিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বাইকের গরম সাইলেন্সর দিয়ে পা পুড়িয়ে দেয়া হয়েছে তার। কারণ, করোনা চিকিৎসকের ভাই হওয়ায় তার থেকে করোনাভাইরাস ছড়াতে পারে, এই আতঙ্কে তারা তাকে পিঠিয়েছেন।

ঘটনাটি সম্প্রতি ঘটে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে। এই শহরের এক নম্বর ব্লক হাসাপাতালের চিকিৎসক সৈকত বসুর ভাই সুদীপ্ত বসু ওই মারধরের শিকার হন। এ ঘটনায় পরিবারের অভিযোগ পেয়ে ৫ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুরুর দিকে আমতলার একটি হোটেলে থেকেই হাসপাতালে যাতায়াত করছিলেন চিকিৎসক সৈকত বসু। দীর্ঘদিন পর সরশুনার বোম্বাই বাগানের বাড়িতে ফেরেন তিনি। অভিযোগ, এরপরেই পাড়ার কয়েকজন বাড়িতে চড়াও হয়ে শাসাতে থাকে পরিবারকে। বাড়ির বাইরে সদস্যদের বের হতে বাধা দেয়া হতে থাকে কয়েকদিন ধরে।

সম্প্রতি সৈকত বসু হাসপাতালে চলে যাওয়ার পর, পরিবারের সদস্যদের ওপর চড়াও হন কয়েকজন প্রতিবেশী। চিকিৎসকের বাবা-মাকে গালিগালাজ করার পর বেধরক মারধর করা হয় ভাই সুদীপ্ত বসুকে। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।