করোনায় পরিজন মারা গেলে শিশুরা পাবে বিনামূল্যে শিক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৫ এএম, ২৮ জুলাই ২০২০

ভারতের ওডিশা রাজ্যে করোনায় কোনো পরিবারের কেউ মারা গেলে ওই পরিবারের শিশুদের পড়ালেখার দায়িত্ব নেবে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি)। যেকোনো কারিগরি ও পেশাগত কোর্স তাদের জন্য বিনামূল্যে করোনা হবে।

কেআইআইটির প্রতিষ্ঠাতা ড. অচ্যুৎ সামন্ত জানিয়েছেন, করোনায় কারও বাবা-মা মারা গিয়ে থাকলে সেই পরিবারের ছেলে বা মেয়েরা আবেদন করতে পারে কেআইআইটি-ডিইউয়ের কাছে (KIIT-DU)। এমনকি আইটিআই ও ডিপ্লোমার ক্ষেত্রেও সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার সুযোগ দেবে কেআইআইটি।

আপাতত ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্যে এই সুযোগ মিলবে। তবে এক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিপিএল (BPL), এসসি (SC), এসটি (ST) ও এসসিবিসি (SCBC) তালিকাভুক্তরা।

সারা ভারত করোনাভাইরাসে বিপর্যস্ত। দেশটির প্রতিটি রাজ্যই কার্যত বিপর্যস্ত। ওডিশাও এর মধ্যে অন্যতম। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে এ রাজ্যে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার ও প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কেআইআইটি) এবং তার সহযোগী সংস্থা কলিঙ্গ ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস (কেআইএসএস)।

ভারতে করোনার কামড় দেখা দেয়ার অনেক আগেই মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ শুরু করে দিয়েছিল কেআইআইটি। গত ফেব্রুয়ারিতে ক্যাম্পাসে একটি আলোচনাসভা আয়োজন করেছিল তারা। সেখান থেকেই মানুষকে সচেতন করার কাজ করেছিল তাঁরা।

এমনকি দেশজুড়ে লকডাউন জারি হওয়ার পর থেকে সাধারণ গরিব যে সমস্যায় পড়তে শুরু করেছিল, সেই সময়ও তাদের পাশে দাঁড়িয়েছিল, এখনও দাঁড়াচ্ছে কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।