মার্কিন কংগ্রেসে মাস্ক না পরলে বহিষ্কার : স্পিকারের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার মধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর সকল সদস্যকে মাস্ক পরতে নির্দেশ দেয়া হয়েছে। স্পিকার ন্যান্সি পেলোসি হুঁশিয়ার করে দিয়েছেন, এই নিয়ম কেউ ভঙ্গ করলে তাকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেয়া হতে পারে।
বিবিসির অনলাইন প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার টেক্সাসের রিপাবলিকান সদস্য লুই গোমার্ট করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হন—যাকে মাস্ক ছাড়া ক্যাপিটল ভবনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। এর পরই স্পিকার ন্যান্সি পেলোসি নতুন এই নির্দেশ জারি করলেন।
তবে কংগ্রেসে বক্তব্য দেবার সময় প্রতিনিধি পরিষদের সদস্যরা মুখ থেকে মাস্ক সরাতে পারবেন বলে জানিয়েছেন ডেমোক্র্যাটদলীয় স্পিকার ন্যান্সি পেলোসি।
হাউজ ফ্লোরে এক বক্তব্যে ন্যান্সি পেলোসি বলেন, ‘চেম্বারে উপস্থিত অন্যান্যদের এবং আশেপাশের সবার স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণের কথা মাথায় রেখে সব সদস্য ও কর্মীরা মাস্ক পরার নিয়ম মানবেন বলে আশা করছি। কেউ মাস্ক না পরলে তা শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনায় কক্ষ থেকে বের করে দেওয়া হতে পারে।’
এসএ/এমএস