নির্বাচনের আগেই পাওয়া যাবে ভ্যাকসিন : ট্রাম্প
অডিও শুনুন
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের আগেই যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন উপস্থাপক জেরাল্ডো রিভেরার এক রেডিও অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
তবে তার নিজের প্রশাসন হোয়াইট হাউসের বিশেষজ্ঞরাও এত দ্রুত ভ্যাকসিন পাওয়ার কথা কখনোই বলেননি। করোনভাইরাসের মহামারিতে বিপর্যস্ত হয়েপড়া অর্থনীতির মধ্যেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প।
দেশটিতে করোনায় মৃতের গড় এক হাজারের বেশি হয়ে চললেও ট্রাম্প সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চাপ দিচ্ছেন স্কুল খুলে দিতে। বৃহস্পতিবার জেরাল্ডো রিভেরার রেডিও অনুষ্ঠানে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, এর ভ্যাকসিন কখন পাওয়া যাবে।
জবাবে ট্রাম্প বলেন, ‘এই বছরের শেষেরও আগে, তার চেয়েও অনেক আগে হতে পারে’। ৩ নভেম্বরের চেয়েও আগে?, জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে। তিনি বলেন, ‘আমার মনে হয় কিছু ক্ষেত্রে আগে সম্ভব, ওই সময়ের মধ্যে’।
এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি দাবি করেছেন, নির্বাচন সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে গবেষকদের ওপর কোনও ধরনের রাজনৈতিক চাপ নেই। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বছরের শেষ নাগাদ অন্তত একটি ভ্যাকসিন পাওয়া যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভ্যাকসিন একবার পাওয়া গেলেই মার্কিন অর্থনীতি আগের অবস্থায় ফিরতে শুরু করবে বলে ব্যাপক আশাবাদ ব্যক্ত করে যাচ্ছেন ট্রাম্প।
এমআরএম/পিআর