পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা ও সংক্রমণের রেকর্ড, মৃত আরও ৫৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৫ এএম, ১৪ আগস্ট ২০২০

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯৯৭ জন। এটি এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো এক লাখ সাত হাজার ৩২৩। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২৬ হাজার ৪৪৭ জন।

২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৫৯ জনে। তবে আক্রান্ত ও মৃত্যু বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হারও।

বুধবার রাজ্যে সুস্থতার হার ছিল ৭২.৯৬ শতাংশ। বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৭৩.২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৪৯৭ জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৬১৭ জন।

এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হারও কমে আসছে। বুধবার রাজ্যে সংক্রমণের হার ছিল ১০.৫৯ শতাংশ। বৃহস্পতিবার সেই হার কমে হয়েছে ৯.৯৮ শতাংশ।

করোনার নমুনা পরীক্ষায় রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ৩০ হাজার ৩২টি। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড।

এদিকে গত ২৪ ঘণ্টায় কলকাতায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ শহরে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল। এ পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে এক হাজার ১৫ জনের।

এছাড়া উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৫২৪ জনের, দক্ষিণ ২৪ পরগনায় মারা গেছেন মোট ১২৪ জন, হাওড়ায় ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় কলকাতাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। এ নিয়ে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৪৭০।

উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্ত ২২ হাজার ৮৬১ জন, হাওড়ায় ১০ হাজার ৬০১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার ৮৭৯ জন এবং হুগলিতে ৫ হাজার ৪৩ জন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।