ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী আবারও করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৬ আগস্ট ২০২০

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো আনো আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দু'বার তিনি করোনায় আক্রান্ত হলেন। এর আগেও একবার তার দেহে করোনা ধরা পড়ে। খবর আল জাজিরার।

রোববার এক বিবৃতিতে এডুয়ার্ডো আনো বলেন, ফ্লুর মতো কিছু লক্ষণ দেখা দেওয়ায় শুক্রবার থেকে তিনি সেলফ কোয়ারেন্টাইনে ছিলেন। শনিবার রাতে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন যে, নতুন করে আবারও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

আনো সেনাবাহিনীর একজন সাবেক জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তে সরকারের এই শীর্ষ কর্মকর্তা দেশজুড়ে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এর আগে গত এপ্রিলে প্রথমবার তিনি করোনায় আক্রান্ত হন।

তিনি ছাড়াও ফিলিপাইনের আরও বেশ কয়েকজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গত মাসে ফিলিপাইনের গণপূর্ত ও জনপথ মন্ত্রী করোনায় আক্রান্ত হন। তার আগে দেশটির শিক্ষামন্ত্রীর করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ফিলিপাইনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯১৮ জন। এর মধ্যে মারা গেছে ২ হাজার ৬শ জন।

দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭২ হাজার ২০৯ জন। বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮৩ হাজার ১০৯। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৪৬১ জন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।