দ্বিতীয় মহাদেশ হিসেবে এশিয়ায় সংক্রমণ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৪ অক্টোবর ২০২০

এশিয়ায় করোনার সংক্রমণ কোটি ছাড়িয়েছে শনিবার। রয়টার্স হালনাগাদ হিসাব দিয়ে জানিয়েছে, এশিয়া এখন করোনায় শীর্ষ বিপর্যস্ত অঞ্চলের তালিকায় দ্বিতীয়। এই মহাদেশে সবচেয়ে বেশি করোনার প্রকোপ ভারতে। ভারতসহ অন্যান্য অঞ্চলে সংক্রমণ নিম্নমুখী হলেও এই দুঃখজনক মাইলফলক পেরোলো মহাদেশটি।

লাতিন আমেরিকান পর বিশ্বে মোট চার কোটি ২১ লাখ করোনা সংক্রমণের মধ্যে এক-চতুর্থাংশই এশিয়ায়। এ ছাড়া মহামারি করোনা সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত হয়ে এশিয়ার ১ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর ১৪ শতাংশই এশিয়া অঞ্চলের।

সরকারিভাবে দেয়া তথ্যের মাধ্যমে এই তালিকা তৈরি করেছে রয়টার্স। সম্ভবত প্রকৃত করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছে, করোনার নমুনা পরীক্ষার স্বল্পতা আর অনেক মৃত্যু ঠিকমতো নথিভূক্ত হয়নি; ফলে এই অঞ্চলটির করোনার প্রকোপের প্রকৃত চিত্রটা আরও বেশি বলেই মনে হচ্ছে।

Asia

তবে বিগত কয়েক সপ্তাহে এই অঞ্চলে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ভারতের মতো দেশের দৈনিক সংক্রমণ প্রতিনিয়ত কিছুটা হলেও কমেছে। কিন্তু উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপ আর আমেরিকায়। এই দুই মহাদেশের বেশিরভাগ দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক।

এশিয়ায় প্রকোপ সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ায়। আর এতে শীর্ষে আছে ভারত। বিশ্বের মোট করোনা সংক্রমণের ২১ শতাংশ এবং মোট মৃত্যুর ১২ শতাংশ দক্ষিণ এশিয়ায়। তবে পরিস্থিতি ভিন্ন চীন এবং নিউজিল্যান্ডের চেয়ে। এসব দেশে সংক্রমণ-মৃত্যু কম। এদিকে জাপানে তেমনভাবে বিস্তার ছড়াতে পারেনি করোনা।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।