ভারতে এক লাফে ১৫% কমলো দৈনিক সংক্রমণ
ভারতের দৈনিক করোনা সংক্রমণ এক লাফে প্রায় ১৫ শতাংশ কমে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩১০ জন। এর আগে দিনে ৪০ হাজারের কম সংক্রমণ হয়েছিল ২৭ অক্টোবর। সে দিন সংক্রমণ ছিল ৩৬ হাজার ৪৭০।
মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩১০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৬ লাখ তিন হাজার ১২১ জন। হাসপাতালে চিকিত্সাধীন পাঁচ লাখ ৪১ হাজার ৪০৫ জন। সুস্থতার হার ৯১.৯৬ শতাংশ।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৯৭। মৃতের হার ১.৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৪৬ হাজার ২৪৭ জনের কোভিড পরীক্ষা হয়েছে।
গত কয়েক সপ্তাহে করোনা-মানচিত্রে কেরালা, পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক ও মহারাষ্ট্র রাজ্য বেশি করে উঠে আসছে। এর মধ্যে শেষ একদিনে নতুন আক্রান্তের নিরিখে ছিল কেরালা (৭০২৫)। সে রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে ৬৫-র বেশি বয়সী জেলবন্দিদের প্যারোলের মেয়াদ বাড়িয়ে দেয় প্রশাসন।
এরপরই দিল্লি (৫৬৬৪)। দূষণ-রাতের নিম্নগামী তাপমাত্রা ও উৎসবের বাজারে বিকিকিনির ভিড়- সব মিলিয়ে গত পাঁচদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের বেশি থাকছে দেশটির রাজধানীতে।
মহারাষ্ট্রের পরিস্থিতি আগের তুলনায় ভালো। দেশের সর্বাধিক করোনা আক্রান্ত ও মৃতের রাজ্যে গত একদিনে পাঁচ হাজারের কিছু বেশি নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়ে। আক্রান্তের নিরিখে এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ ও কর্ণাটক। দৈনিক মৃত্যুর বিচারেও দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গের।
বিএ/জেআইএম