যুক্তরাষ্ট্রের দেড় কোটি মানুষের দেহে করোনা
অডিও শুনুন
গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনে প্রাদুর্ভাব শুরুর পর মহামারি আকারে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাস স্থানীয় সময় মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের দেড় কোটির বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে।
ব্রিটেনে টিকাদান কর্মসূচি শুরু এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে টিকার অনুমোদন শেষ ধাপে থাকায় অনেকে মহামারির প্রকোপ কমার আশা দেখলেও গত এক সপ্তাহেই ১৫ হাজার আমেরিকানের প্রাণ কেড়েছে করোনা।
অ্যারিজোনা, আলাবামা এবং ওহাইও অঙ্গরাজ্যে রেকর্ড সংক্রমণ শনাক্ত হওয়ার দিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত মোট মানুষের সংখ্যা ১৫ লাখ ছাড়াল; এর মধ্যে ২ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
যুক্তরাষ্ট্রে তৃতীয় দফায় শুরু হওয়া করোনার প্রকোপ কমার লক্ষণ তো দেখা যাচ্ছে না উল্টো শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ছুটি ও উৎসবের মৌসুম শুরু হওয়ায় সংক্রমণের বিস্তার আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও করোনা টাস্কফোর্সের অন্যতম সদস্য ডা. অ্যান্থনি ফাউচি মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে বলেন, ‘আমরা এখন খুব চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে রয়েছি।’
তবে এর মধ্যে আশার খবর হলো, ফাইজার-বায়োএনটেকের টিকার নিরাপত্তা-সংক্রান্ত তথ্য প্রকাশ করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নিশ্চিত করেছে যে, এই টিকা ৯৫ শতাংশ কার্যকর।
স্বাস্থ্য কর্মকর্তারা ভবিষ্যদ্বাণী করে বলছেন, দ্রুতই সবুজ সংকেত দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাম উঠবে ব্রিটেনের তালিকায়। উল্লেখ্য, মঙ্গলবার প্রথম পশ্চিমা দেশ হিসেবে যুক্তরাজ্যে ফাইজার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
আগামী সপ্তাহে এফডিএ’র বিশেষজ্ঞ প্যানেল মডার্নার তৈরি টিকার কার্যকারিতা যাচাই করে ফল জানাবে। মডার্নাও সবুজ সংকেত পেলে দেশটিতে দুটি করোনা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে বলেই ধারণা।
এসএ/এমকেএইচ