মালয়েশিয়ায় আরও ৮ করোনা সংক্রমণকেন্দ্রের সন্ধান
মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও প্রাণহানি এখনও থামেনি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন করোনা রোগী প্রাণ হারিয়েছেন, আক্রান্ত হয়েছেন এক হাজারের বেশি। এদিন নতুন করে আরও আটটি করোনা সংক্রমণকেন্দ্র (ক্লাস্টার) খুঁজে পেয়েছে মালয়েশীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
বুধবার মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নুর হিশাম আব্দুল্লাহ জানিয়েছেন, করোনায় মারা যাওয়া নতুন সাতজন নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪২৯ জন।
নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৯১৩ জনে।
একই দিন ১ হাজার ৫২ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তারাসহ মালয়েশিয়ায় এপর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭২ হাজার ৭৩৩ জন।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন সাড়ে ১৪ হাজারের মতো। এদের মধ্যে ১১৩ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), আর ৫৩ জনকে ভেন্টিলেশন সহায়তা দেয়া লাগছে।
নুর হিশাম আব্দুল্লাহ জানান, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১০ জন বহিরাগত, বাকিরা সবাই স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, মালয়েশিয়ায় খুঁজে পাওয়া আটটি সংক্রমণকেন্দ্রের মধ্যে চারটিই কর্মক্ষেত্র সংশ্লিষ্ট। তার মধ্যে আবার তিনটি রয়েছে কনস্ট্রাকশন সাইট (নির্মাণ প্রকল্প)।
মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালকের দেয়া তথ্যমতে, দেশটিতে বর্তমানে ১৯৬টি সক্রিয় সংক্রমণকেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গ্লাভস প্রস্তুতকারক টপ গ্লাভের কারখানা থেকে। জায়গাটির সঙ্গে সম্পর্কিত অন্তত ৫ হাজার ৬৮৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
সূত্র: দ্য স্টার
কেএএ/এমএস